Nursery Class | 2nd Term Syllabus - 24
দ্বিতীয় পার্বিক পরীক্ষার সিলেবাস
বাংলা- (চ-ন) পর্যন্ত কমপক্ষে ২ টি করে প্রথমে ২ অক্ষরের পরে ৩ অক্ষরের শব্দ পড়তে ও লিখতে শেখা, ই, ঈ, উ, ঊ কারান্ত দিয়ে শব্দ শেখা ও ওই শব্দ থেকে সাজিয়ে লেখা, ফাঁক ভরা, ভুল বানান ঠিক করা, বিপরীত শব্দ, ছবি দেখে শব্দ লেখা, ছবির সাথে শব্দের মিল করা।
ইংরেজি সাহিত্য— Word making (I-P) each two words), Matching, Fill in the gaps, Write in Bengali, Write in English, Arrange the letter, Match the following picture, Opposite word, word ভরা, ছবি দেখে word বসানো ও word দেখে ছবি আঁকা, ছবির সাথে word -এর মিল করা। Sounds of vowel ‘i’ – Sounds of vowel ‘o’.
গণিত—এককের ঘরে উপর-নীচে যোগ ও বিয়োগ, পাশাপাশি উপর নীচ যোগ ও বিয়োগ করা, গুণে (বাংলা ও ইংরেজি) লেখা, গুণে ছবি আঁকা, মিল করা। ছোটো বড়ো অনুযায়ী সংখ্যা সাজানো, সংখ্যা ও সংখ্যার বানানের মাধ্যমে ফাঁক ভরা, আগের সংখ্যা, পরের সংখ্যা, উপযুক্ত সংখ্যা বসিয়ে ফাঁক ভরা। (+, -, X, <,>, =) – এর ধারণা, প্রশ্নের মাধ্যমে যোগের অঙ্ক। ইংরেজিতে ও অনুরূপ হবে।
সংখ্যা –(১৫০-২০০), (151-200) টানা লেখা, ১ কম করে লেখা (১০০-১) (100-1) (বাংলা ও ইংরেজি) লেখা, সংখ্যায় লেখা, কথায় লেখা, (১৬-৩০) (16-30), আগের, পরের ও মাঝের সংখ্যা, গুণে লেখা, শুনে লেখা।
Mental Mathematics: – Positional Numbers or Ordinal Numbers, Numbers beyond Ten, Addi- tion, Subtraction.
সাধারণ জ্ঞান- সবজি, মাছের পরিচয়, পশুর পরিচয়, পাখিদের কথা, কীটপতঙ্গ, সরীসৃপ।
ছড়া-
Rhymes-
নাচ – এ বতন মেরে বেতন … / কান্ধ সে মিলতে হ্যায়
গান – ঝুন ঝুন ময়না নাচোনা / মেঘের কোলে রোদ হেসেছে
আবৃত্তি –
আঁকা –
স্পোকেন ইংলিশ –
খেলা –
Nursery Class | 1st Term Syllabus-24
প্রথম পার্বিক পরীক্ষার পাঠ্যসূচি
বাংলা সাহিত্য :- স্বরবর্ণ (অ-ঔ), (ক-ঙ) দিয়ে আকার বর্জিত সহজ দুটি করে শব্দগঠন করা, অ ও আকারান্ত দিয়ে দুই বর্ণের শব্দ শেখা ও লেখা, ফাঁক ভরা, ভুল ঠিক করা, সাজিয়ে লেখা, ছবি দেখে লেখা, ছবির সাথে শব্দের মিল করা।
বর্ণ অনুশীলন বা অভ্যাসের সময় মাত্রাযুক্ত বর্ণ, স্বল্প মাত্রাযুক্ত বর্ণ, মাত্রাহীন বর্ণ যথাযথ রপ্ত করা। দুটি বর্ণ পাশাপাশি বসিয়ে যে শব্দ নির্মিত হচ্ছে অবশ্যই তার বাস্তবিক আকার বা অস্তিত্ব আছে এমন বর্ণ অভ্যাস করা।
ইংরেজি সাহিত্য— Small letter (a – z), Word making (A- H ) each two word reading & writing, Matching, Fill in the gaps, Write in Bengali, Write in English, Arrange the letters, লেখা ও word দেখে ছবি আঁকা, ছবির সাথে word -এর মিল করা। The Vowels – Vowel Sound A ( Hat, Ant, Bat, Lamp, Cap, Vowel Sound E – Hen, Net, Pen. (page 10 )
Page 12 to 15 – Sounds of vowel ‘a’ – Sounds of vowel ‘e’. গণিত—এককের ঘরে উপর-নীচে যোগ, পাশাপাশি যোগ করা, গুণে (বাংলা ও ইংরেজি) লেখা, গুণে বসানো, ছবি আঁকা, মিল করা।
গণিত বই -৩ থেকে ৩৭ পাতা পর্যন্ত।
সংখ্যা – (১-১৫০), (1-150) টানা লেখা, ১ কম করে লেখা (৫০-১) (50-1) (বাংলা ও ইংরেজি) লেখা, সংখ্যায় লেখা, কথায় লেখা, (১-১৫) (1-15), আগের, পরের ও মাঝের সংখ্যা, গুণে লেখা, শুনে লেখা।
Mental Mathematics: – ACTIVITY -1 – Measurement, Numbers 0 – 10
Wonder Land – (Page 5 to Page 20)
সাধারণ জ্ঞান- (মৌখিক) নিজের পরিচয়, শরীরের পরিচয়, রঙের পরিচয়, আকারের পরিচয়, ফুলের পরিচয়, ফলের পরিচয় নিজের নাম, অভিভাবকের নাম, স্থানীয় এলাকার/অঞ্চলের/জেলার/রাজ্যের/দেশের নাম বলা, ফোন নম্বর জানা, ঠিকানা জানা ৷
আবৃত্তি
ক) ভয় পেয়ো না তোমায় আমি মারবো না… সুকুমার রায়
ভয় পেয়োনা |
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না— সত্যি বলছি কুস্তি ক’রে তোমার সঙ্গে পারব না । মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই ! মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না— জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না ? এস এস গর্তে এস, বাস ক’রে যাও চারটি দিন, আদর ক’রে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রিদিন । হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না ? মুগুর আমার হাল্কা এমন মারলে তোমায় লাগবে না । অভয় দিচ্ছি, শুনছ না যে ? ধরব নাকি ঠ্যাং দুটা ? বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা ! আমি আছি, গিন্নী আছেন, আছেন আমার নয় ছেলে— সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে । |
খ ) প্রভাতী – নজরুল ইসলাম
প্রভাতী
কাজী নজরুল ইসলাম
ভোর হলো দোর খোলো
খুকুমণি ওঠো রে!
ঐ ডাকে যুঁইশাখে
ফুল-খুকি ছোট রে!
খুকুমণি ওঠো রে!
রবি মামা দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গায় গান
শোনো ঐ, ‘রামা হৈ!’
(সংক্ষিপ্ত)
Rhymes – Jack and Jill
Jack and Jill went up the hill
To fetch a pail of water.
Jack fell down and broke his crown,
And Jill came tumbling after.
Ding Dong Bell.
Ding dong bell,
Pussy’s at the well.
Who took her there?
Little Johnny Hare.
Who’ll bring her in?
Little Tommy Thin.