Green View School * Annual Syllabus 2024 – KG Class

তৃতীয় পার্বিক পরীক্ষার সিলেবাস * কেজি শ্রেণি

বাংলা সাহিত্য

সহজপাঠ ১ম ভাগ – শৈল এল কই, কাল ছিল ডাল খালি, ভোর হল, দিনে হই এক মতো, এসো এসো গৌর এসো, নদীর ঘাটের কাছে, বাঁশ গাছে বাঁদর, কত দিন ভাবে ফুল।

পাঠ্য থেকে বানান শেখা, সাজিয়ে লেখা, ৮ লাইন ছড়া বা কবিতা মুখস্থ লেখা, শব্দের ফাঁক ভরা, শুদ্ধ করে লেখা, বিপরীত শব্দ, মানে লেখা, শব্দের মিল করা, শব্দগঠন, ভুল বানান ঠিক করা, পরের লাইন লেখো। ঠিক উত্তর বেছে লেখা, বাক্যগঠন করা, মিল করা, প্রশ্নের-উত্তর লিখতে পারা ।

তিন বর্ণের শব্দগঠন, তিন বর্ণের মিশ্র শব্দগঠন। ং, ঃ, ৺ যুক্ত শব্দগঠন, অন্তে মিল বা ছন্দ বদ্ধ শব্দ যেমন- ঝিকমিক, চিকমিক, ঝলমল, টলমল ইত্যাদি জাতীয় শব্দগঠন। তিন-চারটি শব্দ দিয়ে সহজ বাক্যগঠন।

 

English Literature: (Shining English )

Questions and answers using Yes and no, Yes, no, this and these, Rhyming words, pair words, Parts of the body, Colours, Number rhyme, Counting numbers, Comprehension skills, Good manners and good habits, conversation, Worksheet – 10, 11, 12, 13, 14, 15, 16, Opposite word, Arrange the letter, Fill in the blanks, Matching, Question & Answer, English Meaning, Bengali Meaning, Make sentence, Translation, Correction, Rhyming word, S -Z five letters word making. Use of these, those, Add ‘ing’ with word. Use of A, An, The, This, That, Your, IT, On, In – এর ব্যবহার।

ভাষাপত্ৰ

ব্যাকরণ অজানা শব্দ থেকে ভুল ঠিক করা, ফাঁক ভরা, বাক্যগঠন, সাজিয়ে লেখা, ঠিক উত্তরের নীচে দাগ দেওয়া।

Essay: About Animal, My Self.

Exam – The cow is a domestic (animal/bird). It has (for / two) legs. the cow gives us (milk/egg). Grammar – Correct words, Fill in the gaps, Fill in the blanks (essay) Matching, Translation, Rhyming words, Write in English, Write in Bengali, Make sentences, Opposite word.

রচনাগাছ, মাছ, খাবার ।

চিঠি – বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে বাবা মাকে চিঠি

 

গণিত –

(বাংলা ও ইংরেজি একত্রে) – এককের ও দশকের হাতে রাখা যােগ ও ধার করা ২ ঘরের বিয়ােগ, পাশাপাশি যােগ ও বিয়ােগ, চিহু বসানাে +, -, ,>,=, ফাঁক ভরা, যােগ ও বিয়ােগের প্রশ্নের অঙ্ক, বুদ্ধির অঙ্ক, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, সরল অঙ্ক, গুণ প্রক্রিয়ার ধারণা ও প্রয়ােগ, Addition, Substraction, Fill in the blank.

 

Mental Math (Workout) Patterns, Position, Numerical Ability

 

সংখ্যা

বাংলা ও ইংরেজি -(৪০০-৫০০), (400-500) টানা লেখা, ১ কম করে লেখা (৪৫০-৩৫০) (450- 350), সংখ্যায় লেখা, কথায় লেখা (১২১-১৮০), (121-180), যোগের নামতা (৫-১০) (5-10), ছোটো থেকে বড়ো সাজানো, আগের, পরের ও মাঝের সংখ্যা, ২ যোগ করে লেখা। ফাঁক ভরা।

সাধারণ জ্ঞান

যানবাহন, আসবাবপত্র, বাদ্যযন্ত্র, সমাজবন্ধু, কোন্ জিনিসের কেমন স্বাদ, আমাদের জাতীয় বিষয়, সুস্থ থাকার সহজ উপায়, কম্পিউটার, আমাদের খেলা, কোন জিনিসের কেমন আকার ।

Gk .

Months of the Year, Days of the Week, Sports and Games, Indoor Games, Musical Instruments, Good Habits, Action Words, Household Objects, Charactrer You Love

 

 

 

 ছড়া-

পরিবেশ

বনে বনে আরো চাই 

পাখি আর ফুল 

আকাশে লাগেনা যেন ,

ধোঁয়া আর ঝুল 

গাছের কথা 

গাছেরাও কথা বলে 

শোনো পেতে কান , 

চুপি চুপি বলে তারা 

আছে মোর প্রাণ। 

ফসল

মাঠে মাঠে ধান ফলে

ঝরে সোনা হাসি

মাঠে মাঠে আলু , পাট

চাষ করে চাষি।  

 

Rhymes-

The Moon, Baa Baa Black Sheep, Ding Dong Bell,

 

The Moon

I see the moon, the moon sees me,
God bless the moon and God bless me:
There’s grace in the cottage and grace in the hall;
And the grace of God is over us all.

 

Baa Baa Black Sheep

Baa, baa, black sheep, have you any wool?Yes, sir, yes, sir, three bags fullOne for the master, one for the dameOne for the little boy who lives down the laneBaa, baa, black sheep, have you any wool?Yes, sir, yes, sir, three bags full

 

Dingo Dong bell

Pussy’s in the well

Who put her in?

Little Johnny Green.

Who pulled her out?

Little Johnny stout.

 

 

গান- বুলবুল পাখি, টিয়া টিয়া টিয়া,

 

 আবৃত্তি –

ঘুম জাগানো পাখি – কাজি নজরুল ইসলাম 

আমি হব সকাল বেলার পাখি 

সবার আগে কুসুম – বাগে উঠব আমি ডাকি । 

সূয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে , 

হয়নি সকাল ,  ঘুমো এখন ,  মা বলবেন রেগে । 

বলব আমি ,  আলসে মেয়ে , ঘুমিয়ে তুমি থাকো ? 

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে , 

তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে। 

ঊষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চূড়ে ,

দেখব নীচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে । 

ঘুমায় সাগর বালু চরে নদীর মোহনায় 

বলবো আমি ,  ভোর হল যে, সাগর ছুটে আয়। 

ঝরনা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি? 

বলব আমি ,  নইকো খুকি ,  ঘুম – জাগানো পাখি । 

 

নাচ – লাল ঝুঁটি কাকাতুয়া, শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে।

 

 

 
 
 
 
 

দ্বিতীয় পার্বিক পরীক্ষার সিলেবাস * কেজি শ্রেণি

 দ্বিতীয় পার্বিক পরীক্ষার সিলেবাস

বাংলা সাহিত্য – সহজপাঠ ১ম ভাগ – বিনিপিসি, ছায়ার ঘোমটা, চুপ করে বসে ঘুম পায়, আমাদের ছোটো নদী, বেলা যায়, এসেছে শরৎ।  

পাঠ্য বই থেকে বানান শেখা, সাজিয়ে লেখা, ৮ লাইন ছড়া বা কবিতা মুখস্থ লেখা, শব্দের ফাঁক ভরা, শুদ্ধ করে লেখা, বিপরীত শব্দ, মানে লেখা, শব্দের মিল করা, শব্দগঠন, ভুল বানান ঠিক করা, পরের লাইন লেখো। ঠিক উত্তর বেছে লেখা, বাক্যগঠন করা, মিল করা, প্রশ্নের-উত্তর লিখতে পারা। তিন-চার বর্ণের শব্দগঠন, মিশ্র ও যৌগিক শব্দগঠন। দু-তিনটি শব্দ দিয়ে সহজ বাক্যগঠন।

English Literature:

Opposite word, Arrange the letter, Fill in the blanks, Matching, Question & Answer, Write in English, Write in Bengali, Make sentence, Translation, Correct the spelling, Rhyming word, J – R five letters word making. Use of these, those, that, on, in, under, near, behind, in front of, whose, when, where, Add’ing’ with word, Use of I, My, He, His, She, Her. Use of yes, no. Rhyming words, Pair words, Opposites.

ভাষাপত্ৰরচনা – পাখি, গাড়ি, বাড়ি। (৭ টি বাক্যে

চিঠি – বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে শিক্ষক/শিক্ষিকাকে চিঠি।

জানা অজানা শব্দ থেকে ভুল ঠিক করা, ফাঁক ভরা, বাক্যগঠন, সাজিয়ে লেখা, ঠিক উত্তরের নীচে দাগ দেওয়া।

Word correction, Fill in the gaps, Fill in the blanks (essay) Matching, Translation, Rhyming word, English Meaning, Write in Bengali, Make sentence, Opposite words. Essay Fill in the blanks from bracket and complete the paragraph. I am a(read/write) in class KG I leke to eat

গণিত – এসো অঙ্ক শিখি – পঞ্চম অধ্যায় থেকে সপ্তম অধ্যায়, (milk/egg).

Mental Math (Workout) Ordering, Odd one out, Completing the Picture,boy/girl), I

সংখ্যা – বাংলা ও ইংরেজি – (৩০০-৪০০), (300-400) টানা লেখা, ১ কম করে লেখা (৩৫০-২৫০) (350-250), সংখ্যায় লেখা, কথায় লেখা (৮১-১২০), (81-120), যোগের নামতা (৬-৮) (6-8), ছোটো থেকে বড়ো সাজানো, আগের, পরের ও মাঝের সংখ্যা, ফাঁক ভরা।

সাধারণ জ্ঞান-শাক-সবজি, পশু, পাখি, কীট-পতঙ্গ, সরীসৃপ, মাছ ।

English Gk. – Modes of Transport, Work People Do, Police Station, Fire Station, Playground, Amusement park, Sea Beach, Colurful World,

ছড়া-  

শিল পড়ে টুপটাপ  — সুনির্মল বসু

শিল পড়ে টুপটাপ
খোকা খুকু চুপচাপ
শিল পড়া থামল,
আঙিনায় নামল,
হুটোপুটি ছুটোছুটি
সারাবেলা দুপদাপ।

সাইকেল –মোহিত ঘোষ

টিং টিং বাজে বেল
ওই চলে সাইকেল
চাকা দুটো ঘুর ঘুর
নিয়ে যায় বহুদূর
চকচকে শিং দুটো
দুই হাতে আঁকড়ে
চলে বাবু হাঁকড়ে।

প্রার্থনা — মদন মোহন তর্কালঙ্কার

সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি
আদেশ করেন যাহা মোর গুরুজনে
আমি যেন সেই কাজ করি ভালো মনে
ভাইবোন সকলেরে যেন ভালোবাসি
মোর লাগি ব্যথা নাহি পায় দাস দাসী।

 

Rhymes-

Early To Bed
Early to Bed
Early to rise
And makes a man
healthy, wealthy and wise.
Me
I have a little nose,
And I have a little chin;
And I have a Little mouth,
Just to put my dinner in.

Jingle Bells
Jingle bells, Jingle bells,
Jingle all the way;
Oh what fun it is to ride
In a one-horse open sleigh.

নাচ- তিরঙ্গা পতাকা ওড়ে নিশান  / কান্ধোসে মিলতে  .. 

গান –  খরবায়ু বয় বেগে  / আমরা সবাই রাজা 

আবৃত্তি- 

 প্রশ্ন – রবীন্দ্রনাথ ঠাকুর 

মা গো, আমায় ছুটি দিতে বল্‌,

        সকাল থেকে পড়েছি যে মেলা।

এখন আমি তোমার ঘরে ব’সে

        করব শুধু পড়া-পড়া খেলা।

তুমি বলছ দুপুর এখন সবে,

        নাহয় যেন সত্যি হল তাই,

একদিনও কি দুপুরবেলা হলে

        বিকেল হল মনে করতে নাই?

আমি তো বেশ ভাবতে পারি মনে

        সুয্যি ডুবে গেছে মাঠের শেষে,

বাগ্‌দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে

        শাক তুলেছে পুকুর-ধারে এসে।

আঁধার হল মাদার-গাছের তলা,

        কালি হয়ে এল দিঘির জল,

হাটের থেকে সবাই এল ফিরে,

        মাঠের থেকে এল চাষির দল।

মনে কর্‌-না উঠল সাঁঝের তারা,

        মনে কর্‌-না সন্ধে হল যেন।

রাতের বেলা দুপুর যদি হয়

        দুপুর বেলা রাত হবে না কেন।

 

কেজি শ্রেণি -- প্রথম পার্বিক পরীক্ষার সিলেবাস ২০২৪

বাংলা সাহিত্য – সহজপাঠ ১ম ভাগ (রবীন্দ্রনাথ ঠাকুর)

বনে থাকে বাঘ, আলো হয় গেল ভয়, রাম বনে ফুল পাড়ে, কালো রাতি গেল ঘুচে, ওই সাদা ছাতা, নাম তার মোতিবিল, পাঠ্য থেকে বানান শেখা, সাজিয়ে লেখা, প্রতিটি ছড়া বা কবিতা সম্পূর্ণ মুখস্থ করা, যে কোনো অংশ থেকে ৪, ৬, ৮ লাইন ছড়া লিখতে পারা, শব্দের ফাঁক ভরা, আগের লাইন পরের লাইন লিখতে পারা। শুদ্ধ করে লেখা, বিপরীত শব্দ, মানে লেখা, শব্দের মিল করা, শব্দগঠন, ভুল বানান ঠিক করা, পরের লাইন লেখা। ঠিক উত্তর বেছে লেখা, বাক্যগঠন করা, মিল করা, প্রশ্নের-উত্তর লিখতে পারা। দুই, তিন অক্ষরের শব্দগঠন ।

English Literature: Capital & Small Letter (Regular Practice), Revision of Vowels, short sound of vowel, long sound of vowel ‘ee’ and ‘oo’, use of a and an, use of ‘this, use of ‘that’ use of ‘ And ‘, Capital letters, Full stop and Question Mark. Question and Answers with ‘This’ and ‘That’ One and more than one, use of ‘This’ and ‘These’.

owel & Consonant এর ধারণা, – Opposite word, Arranging letter, Fill in the blanks, Matching, Question & Answer, English Meaning, Bengali Meaning, Make sentence, Translation, Correction, Spelling, A- J five words.

ভাষাপত্র রচনা – ফুল, ফল, পাতা (৫ টি বাক্যে)

অজানা শব্দ থেকে ভুল ঠিক করা, ফাঁক ভরা, বাক্যগঠন, সাজিয়ে লেখা, ঠিক উত্তরের নীচে দাগ দেওয়া। Correct words, Fill in the gaps, Fill in the blanks ( essay), Matching, Translation, Rhyming word, English Meaning, Bengali Meaning, Make sentence, Opposite words. গণিত – চিহ্ণের সাহায্যে সমান, অসমান, বৃহত্তর ও ক্ষুদ্রতর সংখ্যার ধারণা, দুই অঙ্ক ও তিন অঙ্কের ধারণা, সাধারণ যোগ ও বিয়োগের ধারণা ও প্রয়োগ।


Mental Math- (Workout) Numerical Ability (except multiply & division), Number And Alphabet, Grouping, Matching.

সংখ্যা – বাংলা ও ইংরেজি – (২০০-৩০০), (200-300) টানা লেখা, ১ কম করে লেখা (২৫০-১৫১) (250- 151), সংখ্যায় লেখা, কথায় লেখা (১-৮০), (1-80), যোগের নামতা (১-৫) (1-5), ছোটো থেকে বড়ো সাজানো, আগের, পরের ও মাঝের সংখ্যা, ফাঁক ভরা।

সাধারণ জ্ঞান – আমার পরিচয়, আমার পরিবার, আমার বাড়ি, শরীরের বিভিন্ন অঙ্গ, রং, ফুল, ফল, পশু, পাখি,

English Gk . – My Loved Ones and I, Home Sweet Home, Inside My Home, I Love My School, My Wonderful Body, What We Eat, Animal Planet,

 

ছড়া- সার্থক জনম আমার – রবীন্দ্রনাথ ঠাকুর ,  বাদুড়  ঝোলা – অন্নদাশঙ্কর রায়

Rhymes– I Am A Little Tea Pot, Row Row Your Boat, Jack and Jill

ছড়া 

সার্থক জনম আমার – 

রবীন্দ্রনাথ ঠাকুর 

 

সার্থক জনম আমার 

 জন্মেছি এই দেশে

 সার্থক জনম মাগো

 তোমায় ভালোবেসে, 

জানিনে তোর ধন-রতন 

আছে কিনা রানির মতন 

শুধু জানি আমার অঙ্গ জুড়ায় 

তোমার ছায়ায় এসে।

 কোন বনেতে জানিনে ফুল  

গন্ধে এমন করে আকুল, 

কোন গগনে ওঠে রে চাঁদ 

এমন হাসি হেসে।

বাদুড়  ঝোলা 

অন্নদাশঙ্কর রায়

 

আদুর বাদুড় চালতা বাদুড় 

 বাদুড় দেখ সে

 ট্রাম গাড়িতে ঝুলছে বাদুড় 

রাত্রি দিবসে। 

বাস গাড়িতে ঝুলছে বাদুড়

টিকিট না কেটে

 রেল গাড়িতে ঝুলছে বাদুড় 

প্রাণটি পকেটে।

Rhymes- I Am A Little Tea Pot, Row Row Your Boat, Jack and Jill

I’m a Little Teapot 

I’m a little teapot,
Short and stout,
Here is my handle
Here is my spout
When I get all steamed up,
Hear me shout,
Tip me over and pour me out!

 Row, row, row your boat

Row, row, row your boatGently down the streamMerrily merrily, merrily, merrilyLife is but a dream

 Jack and Jill

Jack and Jill went up the hillTo fetch a pail of waterJack fell down and broke his crownAnd Jill came tumbling afterJack 

গান-  মেঘের কোলে, ও সোনা ব্যাং, লাল ঝুঁটি কাকাতুয়া

নাচ –  আজ বাজে মন মাঝে,  মোর বীণা ওঠে কোন সুরে বাজে,  ডাকছে আকাশ ডাকছে বাতাস..

আবৃত্তি 

 

মাস্টারবাবু 

 রবীন্দ্রনাথ ঠাকুর 

আমি আজ কানাই মাস্টার,

বড় মোর বেড়াল ছানাটি

আমি ওকে মারি নে মা বেত,

মিছিমিছি বসি নিয়ে কাঠি।

রোজ রোজ দেরি করে আসে,

পড়াতে দেয় না ও তো মন,

ডান পা তুলিয়ে তোলে হাই,

যত আমি বলি ‘শোন, শোন’।

দিনরাত খেলা খেলা খেলা,

লেখা পড়ায় ভারি অবহেলা।

আমি বলি ‘চ ছ জ ঝ ঞ’

Leave a Comment