দ্বিতীয় শ্রেণি-তৃতীয় পার্বিক পরীক্ষা - 2024
বাংলা সাহিত্যঃ- আ-মরি বাংলা- পদ্য নদীনালা গাছপালা, বৃষ্টি, আমার সহজপাঠ। গদ্য- পিঁপড়ের বুদ্ধি, অমল ও দইওয়ালা, গল্প মনে হলেও সত্যি।
পদ্য ও গদ্যের কবি ও লেখকের নাম, লেখাটির শিরোনাম বলতে লিখতে পারা, লেখাটির অন্তর্গত শব্দ ও বাক্যাংশের অর্থ লিখতে, লেখার মূল বক্তব্য বোঝা ও লেখা, গদ্য পদ্যের বিষয় বস্তু অবলম্বনে কে, কোথায়, কী, কখন এবং কেন প্রশ্নের উত্তর দিতে পারা, কারণ, তারপর, যেহেতু ব্যবহার করে উত্তর দিতে পারা, গদ্য ও পদ্যের মুখ্যভাব নির্ণয় করতে পারা, শব্দের মানে, বিপরীত শব্দ, বাক্য সাজিয়ে লেখা, বাক্য গঠন, শব্দের মিল · শব্দ সাজিয়ে লেখা, ফাঁক ভরা, ঠিক উত্তরের নিচে দাগ দেওয়া, কবিতা থেকে আগের ও পরের লাইন লেখা, কবিতা মুখস্থ লেখা ।
English Literature: Strawberry – Simi Finds a New Friend, Tony and Manish’s Dog, The Angry Wind, The Zoo, Tails of Animals.
Matching, Make word, Add ‘ing’, Write in Bengali, Write in English, Arrange the letter, Arrange the word, Opposite word, Fill in the Blanks, Find out the correct answer.
ভাষাপত্র– রচনা-কাগজ, বিদ্যাসাগর, খেলা।
প্রকাশ, সমোচ্চারিত শব্দের ভিন্নার্থক অর্থ,
ব্যাকরণ-স্বরসন্ধি, বিপরীত, এককথায় প্রকাশ, সমোচ্চারিত শব্দের ভিন্নার্থক অর্থ,
চিঠি- আঁকা প্রতিযোগিতায় যোগদানের ইচ্ছা জানিয়ে সংঘ সম্পাদককে চিঠি।
বোধ পরীক্ষণ লিখতে পারা। জানা অজানা যে কোনো অনুচ্ছেদ পড়ে তার থেকে প্রশ্ন-উত্তর।
English Grammar – Conjunctions, Interjections, Interrogative Sentences, Punctuation, Short Forms, Comprehension, Story Writing,
Paragraph : Our School, Independence Day, Peacock.
Grammar: Number, Gender, Person, Articles, Tense, Sentence
Pattern, Punctuation, Word Making, Make Sentence, Arrange the word and sentence, Parts of speech, Opposite word, Fill in the blanks. . Comprehension : Unseen.
Letter: Write a letter to your mother about your result.
গণিতঃ- অ-এ অঙ্ক গ-এ গণিত— ৯- ১৪ অধ্যায়, জ্যামিতি-ত্রিভুজ, কোণ, ত্রিভুজাকার, যোগ-বিয়োগ, গুণ-ভাগ, টাকা পয়সা, দৈর্ঘ্য পরিমাপ, ভর পরিমাপ, তরল পরিমাপ, সময়ের ধারণা, ঠিক উত্তর বেছে লেখা, ফাঁক ভরা, বুদ্ধির অঙ্ক, সংখ্যায় লেখা, কথায় লেখা, ছোটো থেকে বড়ো, বড়ো থেকে ছোটো সাজানো, সরল, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় ও বিজোড়, প্রশ্নের অঙ্ক, ইংরেজি পরিভাষায় অঙ্ক থাকবে ।
Mental Math:- Money, Time And Calendar, Data Handling, Division, Classi- fication aptitude.
ইতিহাসঃ- চাকার ব্যবহার, আদিমযুগে মানবসমাজ, তামা-পাথর, ব্রোঞ্জ ও লৌহ যুগের সূচনা, মানব ইতিহাসে ব্রোঞ্জ যুগের অবদান ।
ভূগোলঃ-আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, মানচিত্র – ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের মানচিত্র (প্রাকৃতিক রাজনৈতিক ও পর্যটন)।
বিজ্ঞান :-মহাকাশের কথা, খাদ্য, পানীয় জল ও বায়ু, পরিবেশ দূষণ ও তার প্রতিকার ।
Social Studies – Time, Directions, Ways of Travelling, Communication, Saftey Rules, The Planet Earth, Great Indians, The Story of the Wheel.
GK- The plants give many things, Parts of a flowering plant, Birds – The animals that fly, Animals- Our Helpers,
সাধারণ জ্ঞান – ভারত আমার ভারতবর্ষ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, আমার শহর কলকাতা, বাংলা ও সেরা বাঙালি, সাহিত্য ও চলচ্চিত্র, ভারত ও বিশ্বের সেরা।
স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা- আমাদের খাদ্য ও পানীয়, সু-অভ্যাস, প্লাস্টিক বর্জন। পরিবেশ দূষণ, জল দূষণ, প্রাথমিক চিকিৎসা কাকে বলে ? স্বাস্থ্য বলতে কী বোঝায়? সংক্রামক রোগ, ব্যায়াম করব কেন ? X-ray, থার্মোমিটার কী কাজে লাগে, হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র কার্যাবলি, পার্থক্য, সাধারণ কয়েকটি রোগের লক্ষণ, চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার উদাহরণ।
হিন্দি – উ-কার, ঊ-কার, ঋ-কার, এ-কার, ঐ-কার যোগে শব্দগঠন, ২৭ থেকে ৪৩ পাতা পর্যন্ত হিন্দিতে কথায় ও সংখ্যায় লেখো (১-৬০) । সাজিয়ে লেখো, ফাঁক ভরো ও পাঁচটি করে পশু, পাখি ও রঙের নাম লেখো।
গান – এক এক্কে এক, শিউলি তলায়, চল চল চল,
আবৃত্তি – রবিবার-রবীন্দ্রনাথ ঠাকুর, এক বৃন্তে দুটি কুসুম-কাজি নজরুল ইসলাম
নাচ- বাঁধ ভেঙে দাও
প্রোজেক্ট- ভারতের মানচিত্র এঁকে মশলা/ডাল দিয়ে ভরাট করে রাজ্য গুলি চিহ্ণিতকরণ।
হাতের কাজ – কাগজের ফুল তৈরি।
ভ্ৰমণ – সিল্করুট, মিরিক, সুন্দরবন ।
বক্তৃতা – স্বাস্থ্যই সম্পদ। (৫ মিনিট)
আবৃত্তি – রবিবার-রবীন্দ্রনাথ ঠাকুর,
সোম মঙ্গল বুধ এরা সব
আসে তাড়াতাড়ি,
এদের ঘরে আছে বুঝি
মস্ত হাওয়াগাড়ি?
রবিবার সে কেন, মা গো,
এমন দেরি করে?
ধীরে ধীরে পৌঁছয় সে
সকল বারের পরে।
আকাশপারে তার বাড়িটি
দূর কি সবার চেয়ে?
সে বুঝি, মা, তোমার মতো
গরিব-ঘরের মেয়ে?
সোম মঙ্গল বুধের খেয়াল
থাকবারই জন্যেই,
বাড়ি-ফেরার দিকে ওদের
একটুও মন নেই।
রবিবারকে কে যে এমন
বিষম তাড়া করে,
ঘণ্টাগুলো বাজায় যেন
আধ ঘণ্টার পরে।
আকাশ-পারে বাড়িতে তার
কাজ আছে সব-চেয়ে
সে বুঝি, মা, তোমার মতো
গরিব-ঘরের মেয়ে।
সোম মঙ্গল বুধের যেন
মুখগুলো সব হাঁড়ি,
ছোটো ছেলের সঙ্গে তাদের
বিষম আড়াআড়ি।
কিন্তু শনির রাতের শেষে
যেমনি উঠি জেগে,
রবিবারের মুখে দেখি
হাসিই আছে লেগে।
যাবার বেলায় যায় সে কেঁদে
মোদের মুখে চেয়ে।
সে বুঝি, মা, তোমার মতো
গরিব ঘরের মেয়ে?
এক বৃন্তে দুটি কুসুম-কাজি নজরুল ইসলাম
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ণ-মণি, হিন্দু তাহার প্রাণ॥
এক সে আকাশ মায়ের কোলে
যেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান॥
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল।
এক সে দেশের মাটিতে পাই
কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই,
মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান॥
চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,
সকাল হলে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি।
কাঁদব তখন গলা ধরে,
চাইব ক্ষমা পরস্পরে,
হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান॥