Class Three – Annual Exam Syllabus -2024

তৃতীয় শ্রেণি - তৃতীয় পার্বিক পরীক্ষার পাঠ্যসূচি- ২০২৪

বাংলা সাহিত্য সোনার বাংলা- ঘুড়ি, ভেজাল, বিদ্যাসাগর, নৌকাযাত্রা, আশ্চর্য এক চিড়িয়াখানা ও তার মালিকের কথা, শপথ, জন্মদিনে।
পদ্য ও গদ্যের কবি ও লেখকের নাম, লেখাটির শিরোনাম বলতে লিখতে পারা, লেখাটির অন্তর্গত শব্দ ও বাক্যাংশের অর্থ লিখতে, লেখার মূল বক্তব্য বোঝা ও লেখা, গদ্য পদ্যের বিষয় বস্তু অবলম্বনে কে, কোথায়, কী, কখন এবং কেন প্রশ্নের উত্তর দিতে পারা, কারাণ, তারপর, যেহেতু ব্যবহার করে উত্তর দিতে পারা, গদ্য ও পদ্যের মুখ্যভাব নির্ণয় করতে পারা, শব্দের মানে, বিপরীত শব্দ, বাক্য সাজিয়ে লেখা, বাক্যগঠন, শব্দের মিল, শব্দ সাজিয়ে লেখা, ফাঁক ভরা, ঠিক উত্তরের নীচে দাগ দেওয়া, কবিতা থেকে আগের ও পরের লাইন লেখা, কবিতা মুখস্থ লেকা, যুক্তক্ষরে শব্দগঠন ।

English Literature: Strawberry – One Thing at a Time, Liv- ing in Space, The Railway Children, A Nice Plan.
Make sentence, Opposite word, Write in English, Write in Bengali, Question and Answer, Arrange the letter, Correct the spelling, Fill in the blanks, Correct the answer, Matching,

ভাষাপত্রব্যাকরণ- সন্ধি, বচন, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। বোধপরীক্ষণ- তোমার চেনা অচেনা অনুচ্ছেদ পড়ে তার প্রশ্ন-উত্তর লিখতে পারা।
রচনা দূরদর্শন, লোহা, মশা।
চিঠি ১) বাবা মাকে চিঠি, ২) বিদ্যালয়ের অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষককে চিঠি ।
Grammar: Gender, Number, Capital Letter, Adjective. Trans- lation, Article, Opposite Word.
Comprehension: Unseen.
Paragraph Newspaper, Insect, Any Festival.
Letter – Write anApplication to the Head-Master/Principal praying for leave of absence.

গণিতদশমিক মুদ্রা পদ্ধতি, সময় পরিমাপ, দৈর্ঘ্য, ওজন ও তরল।

Mental mathMoney, Time & Calendar, Data Handling, Classification & Aptitude.
ইতিহাস – গুপ্ত পরবর্তী আঞ্চলিক রাজ্যসমূহ, দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারত, প্রাচীন ভারতের অবদান।

ভূগোল – ভারতের কথা – ভূ-প্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, উৎপন্ন ফসল, জনসংখ্যা, ভাষা, প্রধান বন্দর ও বিমানবন্দর, প্রধান প্রধান পর্যটনকেন্দ্র ও ভ্রমণ স্থল, ভৌগোলিক পরিবেশ পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গের মানচিত্র (প্রাকৃতিক, রাজনৈতিক, পর্যটন)।

বিজ্ঞান- বায়ু জল ও আবহাওয়া, আলো শব্দ ও বল, শিলা ও মাটি, আমাদের পৃথিবী, সূর্য-চন্দ্র-গ্রহ-তারা, আমাদের পরিবেশ,

সাধারণ জ্ঞান – প্রাণী জগৎ, মানবদেহ, খাদ্য ও স্বাস্থ্যকথা, পরিবেশ বিচিত্রা, খেলার দুনিয়া, বাংলার সেরা বাঙালি, পশ্চিমবঙ্গের কথা, ভারত কথা, ভারত ও বিশ্বের সেরা, কারেন্ট এ্যাফেয়ার্স,

English GK – Comic Character, Science and technology, Know the Earth, Different types of clock, Great Inventions, Our Solar System, Sports And Entertainment, Joy rides, Sports Symbols, Musical Instruments, Sangeet Samrats, Aquatic Animals, Edible Plants, Our green friends, A plant’s story,

Social Study – Means of Communication, Local Self Government, New Delhi, Mumbai, Kolkata, Chennai .

হিন্দি –  এ-কার যোগ, ঐ-কার যোগ, ও-কার যোগ, ঔ-কার যোগ, ং-কার যোগ, ৺-বিন্দুকার যোগ, ঃ যোগ। দিন, মাস, বছর ও ঋতু। ২ বা ৩ বর্ণের শব্দ লিখতে পারা, সাজিয়ে লেখা, বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে বাংলা, হিন্দিতে কথায় ও সংখ্যায় লেখা (৪০-১০০) শব্দগঠন, শব্দের ফাঁক ভরা।

স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা- সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্য গ্রহণের কুফল ও তার প্রতিকারের উপায়, স্বাস্থ্যরক্ষার জন্য যথাযথ নিয়ম পালন ও সুঅভ্যাস গড়ে তোলার গুরুত্ব, নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য বিধি,

ভ্ৰমণ – সারেঙ্গা, সিমলিপাল, কাজিরাঙা
প্রোজেক্ট – ডেট ক্যালেন্ডার তৈরি করা ।

হাতের কাজ – গ্রিটিংস কার্ড তৈরি, (কার্ডের ওপরে তুলো ও সুতো দিয়ে)

নাচ- মা গো ভাবনা কেন
গান-  গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ,  প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে…
অভিনয় – উচ্চারণ, শ্বাস নেওয়া ছাড়া, মুখের ব্যায়াম, জিভের ব্যায়াম, হাসি, কান্না, আনন্দ, দুঃখ। তেলেভাজার দোকানে বসে চপ মুড়ি খাওয়া
বক্তৃতা –  ১ ) বড়ো হয়ে তোমার কী হওয়ার ইচ্ছা  / শারদীয়ার ছুটি কীভাবে কাটালে — সময় সর্বোচ্চ ৫ মিনিট ।

 

আবৃত্তি

 

প্রশ্ন – রবীন্দ্রনাথ ঠাকুর 

ভগবান , তুমি যুগে যুগে দূত , পাঠায়েছ বারে বারে

                     দয়াহীন সংসারে ,

তারা বলে গেল  ‘ক্ষমা করো সবে ‘, বলে গেল  ‘ভালোবাসো —

                     অন্তর হতে বিদ্বেষবিষ নাশো ‘ ।

বরণীয় তারা , স্মরণীয় তারা , তবুও বাহির-দ্বারে

আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে ।

 

আমি-যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে

               হেনেছে নিঃসহায়ে ,

আমি-যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে

               বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ।

আমি-যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে

কী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে ।

 

কণ্ঠ আমার রুদ্ধ আজিকে , বাঁশি সংগীতহারা ,

                 অমাবস্যার কারা

লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে ,

                 তাই তো তোমায় শুধাই অশ্রুজলে —

যাহারা তোমার বিষাইছে বায়ু , নিভাইছে তব আলো ,

তুমি কি তাদের ক্ষমা করিয়াছ , তুমি কি বেসেছ ভালো ।

 

নমো  নমো নমো – কাজি নজরুল ইসলাম 

 

নম নম নমো বাংলাদেশ মম

চির-মনোরম চির মধুর।

বুকে নিরবধি বহে শত নদী

চরণে জলধির বাজে নূপুর॥

শিয়রে গিরি-রাজ হিমালয় প্রহরী,

আশিস-মেঘ বারিসদা তার পড়ে ঝরি,

যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে,

ওড়ে আকাশ ছেয়ে মেঘ-চিকুর॥

গ্রীষ্মে নাচে বামা কাল-বোশেখি ঝড়ে,

সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে,

শরতে হেসে চলে শেফালিকা-তলে

গাহিয়া আগমনি- গীতি বিধুর॥

হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে

ফেরে সে মাঠে মাঠে শিশির-ভেজা পায়ে,

শীতের অলস বেলা পাতা ঝরার খেলা

ফাগুনে পরে সাজ ফুল-বধূর॥

এই দেশের মাটি জল ও ফুলে ফলে,

যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে,

এই মায়ের বুকে হেসে খেলে সুখে

ঘুমাব এই বুকে স্বপ্নাতুর॥

 

Leave a Comment