Class Four – Annual Exam Syllabus -2024

চতুর্থ শ্রেণি - তৃতীয় পার্বিক পরীক্ষা - 2024

বাংলা সাহিত্য – পদ্য ও গদ্যের কবি ও লেখকের নাম, লেখাটির শিরোনাম বলতে লিখতে পারা, লেখাটির অন্তর্গত শব্দ ও বাক্যাংশের অর্থ লিখতে, লেখার মূল বক্তব্য বোঝা ও লেখা, গদ্য পদ্যের বিষয় বস্তু অবলম্বনে কে, কোথায়, কী, কখন এবং কেন প্রশ্নের উত্তর দিতে পারা, কারণ, তারপর, যেহেতু ব্যবহার করে উত্তর দিতে পারা, গদ্য ও পদ্যের মুখ্যভাব নির্ণয় করতে পারা, শব্দের মানে, পিবরীত শব্দ, বাক্য সাজিয়ে লেখা, বাক্যগঠন, শব্দের মিল, শব্দ সাজিয়ে লেখা, ফাঁক ভরা, ঠিক উত্তরের নীচে দাগ দেওয়া, কবিতা থেকে আগের ও পরের লাইন লেখা, কবিতা মুখস্থ লেখা, যুক্তক্ষরে শব্দগঠন।

রূপসী বাংলা -পাখিদের কথা বলা, আদর্শ ছেলে, রাজা রামমোহন, জীবনগান, নজরুলের ছেলেবেলা, অক্ষয়বাবুর শিক্ষা, পেটে ও পিঠে।
ভাষাপত্র – ক্রিয়ার কাল, শুদ্ধ ও অশুদ্ধ, ভিন্নার্থক শব্দ, সাধু ও চলিত, পুরুষ । বোধপরীক্ষণ- তোমার চেনা অচেনা অনুচ্ছেদ পড়ে তার প্রশ্ন-উত্তর লিখতে পারা।
রচনা- বিদ্যুৎ, কম্পিউটার শিক্ষা, বিজ্ঞানের অপপ্রয়োগ।
চিঠি – যে কোনো নির্দিষ্ট বিষয়ে বন্ধুকে চিঠি, বিদ্যুৎ সরবরাহ বিকল প্রসঙ্গে পর্ষদকে চিঠি লেখা ।
Grammar: Word, Sentence, Parts of speech (Noun, Pro- noun, Verb), Translation, Same sounding Word,

Paragraph – Netaji Subhas Chandra Bose, Blood Donation Camp, Elec- tricity.
Letter – 1) Write a letter to the O.C. regarding the missing of your school Identity Card.
2) Write a letter to your H. M . / Principal for leave of absence.

English – Make sentence, Opposite word, Write in English, Write in Bengali, Question and Answer, Arrange the letter, Correct the spelling, Fill in the blanks, Correct the answer, Matching,


Real Pearls – Amazing Assam, The New Age Woman, Mother, A Rupee Goes a Long Way, Alexander the Great.

Grammar – Interjection, Conjunctions, Verb : Forms, Synonyms and Antonyms, Story Writing (Bad Company, The Hunter and the dove)

গণিত – গড় নির্ণয়, ঐকিক নিয়ম, পরিমাপের একক, সময় পরিমাপ, কোণ, ত্রিভূজ, বিভিন্ন প্রকার চতুর্ভূজ, পরিসীমা, ক্ষেত্রফল, বৃত্ত, প্রশ্নের অঙ্ক ।

Mental maths – Perimeter and Area, Money, Time, Data Handling, Classification of Aptitude, Practice set.

ইতিহাস – দেশ বিদেশের জ্ঞানী মানুষের কথা, শিক্ষা-শিল্প-সংস্কৃতির স্রষ্টা মানুষ, মধ্যযুগে ভারতের সভ্যতার অবদান, আধুনিক ভারত ।

ভূগোল – পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ। শিল্প সম্পদ ও পর্যটন শিল্প, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ স্থান, জীবিকা, সামাজিক ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিবেশ, পশ্চিমবঙ্গের জেলাগুলির পরিচিতি।

বিজ্ঞান –আকাশ ও নক্ষত্রের পরিচয়, মানব দেহের শারীরিক প্রক্রিয়া, সাধারণ নিরাপত্তা বিধি।

সাধারণ জ্ঞান –ভারতের বিখ্যাত সৌধ ও শিল্প স্থাপত্য, পশ্চিমবঙ্গ কথা, প্রথম বাঙালি মহিলা, প্রথম বাঙালি পুরুষ, বাঙালি লেখকের ছদ্মনাম বা খেতাবি নাম, স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবী, খেলাধূলা ।

General Knowledge – Thirsty Mind – The world of computer, Variety of food, Energy, Instruments made science easy, Need for Doctor Uncle, Systems inside body, Air-A must to survive, Games and grounds, Nature Walk, Green World, Plants and spice and flavour, Natural Disasters

Social Studies Our Human Resources, Agriculture, Means of Travel and Transport, Means of Com- munication, Goals, Rights and Duties (Indian Constitution), Our National Symbols

হিন্দি –भारत या देश हমাरा  (ভারত প্রিয় আমার দেশ), लालच (লোভ), अंगुर खट्टा है  ( আঙুর ফল টক),  হিন্দিতে লেখা –৬১ – ১০০ (কথায় ও সংখ্যায়)

স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা- মানবদেহের শারীরিক প্রক্রিয়া (বিজ্ঞান বই), প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য বিধি, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, ক্যানসার, থ্যালাসেমিয়া।

ভ্রমণ –-আরাকু-ভ্যাইজ্যাগ, সিমলিপাল অভয়ারন্য, জিম করবেট ন্যাশন্যাল পার্ক।

প্রোজেক্ট- রান্নাবান্না – আলুর দম, ঘুঘনি।

হাতের কাজ ক্লে দিয়ে অ্যানিম্যাল তৈরি।

নাচ- আগুন জ্বালো, আগুন জ্বালো , শীতের হাওয়াই লাগলো নাচন ,
গান- যদি তোর ডাক শুনে কেউ না আসে, পরদেশী
মেঘ।
আবৃত্তি- আমার জন্মভূমি – দ্বিজেন্দ্রলাল রায়, নমঃ নমঃ নমঃ বাংলাদেশ মম- নজরুল ইসলাম, একুশের কবিতা- আল মাহমুদ

অভিনয় – উচ্চারণ, শ্বাস নেওয়া ছাড়া, মুখের ব্যায়াম, জিভের ব্যায়াম, চোয়ালের ব্যায়াম, কপালের ব্যায়াম, ভ্রুর ব্যায়ম, হাসি, কান্না, আনন্দ, রাগ, প্রশান্তি ও ছোটোদের কোনো নাটকের অংশ করে দেখানো (২ মিনিট) /সবজি বিক্রেতা/মাছ ব্যবসায়ী/কাপড় বিক্রেতার চরিত্রে নিজেকে কল্পনায় ভেবে নিয়ে তার বর্হিপ্রকাশ অভিনয়ের মাধ্যমে ।

বক্তৃতা শিক্ষক দিবস সম্পর্কে তোমার বক্তব্য  – সময় সর্বোচ্চ ৭  মিনিট । 

Leave a Comment