Nursery Class – Annual Exam Syllabus -2024

গ্রীনভিউ স্কুল

নার্সারি শ্রেণির তৃতীয় পার্বিক পরীক্ষার সিলেবাসঃ -

বাংলা

প থেকে ব্যঞ্জনবর্ণ শেষ পর্যন্ত ৩ ও ৪ টি করে শব্দ শেখা ও লেখা, ঋ, এ, ঐ, ও, ঔ কারান্ত দিয়ে শব্দ শেখা এবং লেখা। ওই শব্দ থেকে সাজিয়ে লেখা, ফাঁক ভরা, ভুল বানান ঠিক করা, বিপরীত শব্দ, ছবি দেখে শব্দ লেখা, ছবির সাথে শব্দের মিল করা, সহজ বাক্যগঠন, তালিকা মিলিয়ে শব্দ লেখা, ছোটো ছোটো প্রশ্ন-উত্তর লেখা, মিলযুক্ত শব্দ লেখা ।

গল্প- রানির ঘর-অবনীন্দ্রনাথ ঠাকুর, পিঁপড়ে আর পিঁপড়ী-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

ইংরেজি সাহিত্য

 Word making (A – Z) each two words, Matching, Fill in the gaps, Write in Bengali, Write in English, Arrange the letter, Match the following picture, Opposite word, word দিয়ে ফাঁক ভরা, ছবি দেখে word বসানো ও word দেখে ছবি আঁকা, ছবির সাথে word -এর মিল করা। Page 20 to 26 – Sounds of vowel ‘u’, Use of Articles, (A, An, The) Use of ‘This’ and ‘That’ (page 30-31 ) Our Social friends & Good Habits (page 43 & 44) Rhymes (page 48).

গণিত

এককের ঘরে উপর-নীচে যোগ ও বিয়োগ, পাশাপাশি উপর নীচ যোগ ও বিয়োগ করা, পাশাপাশি গুণ, গুণে (বাংলা ও ইংরেজি) লেখা, গুণে ছবি আঁকা, মিল করা। ছবি দেখে সময়ের ধারণা, মানসিক যোগ্যতার পরীক্ষা, ছোটো বড়ো অনুযায়ী সংখ্যা সাজানো, সংখ্যা ও সংখ্যার বানানের মাধ্যমে ফাঁক ভরা, (<, >, = ) – এর ধারণা, প্রশ্নের মাধ্যমে যোগের অঙ্ক। ইংরেজিতে ও অনুরূপ হবে। গণিত বই -৫৮ পাতা থেকে ৯৬ পাতা পর্যন্ত।

সংখ্যা- (২০১-২৫০), (201-250) টানা লেখা, ১ কম করে লেখা (১৫০- ১) (150-1) (বাংলা ও ইংরেজি) লেখা, সংখ্যায় লেখা, কথায় লেখা, (১-৫০) (1-50), আগের, পরের ও মাঝের সংখ্যা, গুণে লেখা, শুনে লেখা ।

Mental Mathematics: – ACTIVITY – 3 – Shapes, Patterns, Money, Time and Calendar, Data Handling, Know your Aptitude (page 45 to page- 64 )

সাধারণ জ্ঞান – সমাজবন্ধুর কথা, দেশের পরিচয়, স্মরণীয় দিন, মনীষীদের জন্মদিন, যানবাহন, খেলা, বার, মাস, বছর, প্রতিদিনের কাজ।

ছড়া পারিব না ,  ফড়িং বাবুর বিয়ে  , মাছরাঙা ,  

Rhymes Teddy Bear, Higgledy Piggledy, One Two.

আবৃত্তি

বীরপুরুষ

 

মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে
তুমি যাচ্ছ পাল্কিতে মা ড়ে
দরজাদুটো একটুকু ফাঁক রে,
আমি যাচ্ছি রাঙা ঘোড়ারপরে
টগবগিয়ে তোমার পাশে পাশে
রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে
রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে

সন্ধে হল, সূর্য নামে পাটে,
এলেম যেন জোড়াদিঘির মাঠে
ধূ ধূ করে যে দিকপানে চাই,
কোনোখানে জনমানব নাই
তুমি যেন আপন মনে তাই
ভয় পেয়েছ; ভাবছ, ‘এলেম কোথা!
আমি বলছি, ‘ভয় কোরো না মা গো,
ওই দেখা যায় মরা নদীর সোঁতা।

 

নাচ

শীতের হাওয়াই লাগলো নাচন, পৌষ তোদের ডাক দিয়েছে 

গান

অ -এ অজগর আসছে তেড়ে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা 

Leave a Comment